শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ যুব ফোরামের উদ্যোগে শীতার্ত মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০জানুয়ারি দুপুরে বীরগঞ্জ উপজেলার বেইস মিতালি সভাকক্ষে গরীব অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বীরগঞ্জ যুব ফোরামের সভাপতি মোঃ নূরনবী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমির উদ্দিন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার।
এসময় বক্তারা বলেন, আপনারা এই বয়স্ক মানুষের জন্য যে উষ্ণ ভালোবাসা দিয়েছেন। তাতে আমরা উপজেলা প্রশাসন অনেক খুশি আপনারা এগিয়ে যান, আপনাদের পাশে থাকবো নৈতিক কার্যক্রমের পরিচালনা ক্ষেত্রে। মহৎ কাজের জন্য শুভেচ্ছা এবং সব সময় যুবকদের পাশে আছি।