শেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে প্রথম ধাপে আশ্রয়ণ প্রকল্প -২ এর ভূমিহীন ও গৃহহীন পরিবারের ৮শত ৯৮ টি ঘর নির্মাণ পুনরায় নির্মাণ করার লক্ষ্যে পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প -২ উপ প্রকল্প পরিচালক মোঃ ইলিয়াস মেহেদী।
গত শুক্রবার সকালে উপজেলার শিবরামপুর, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহাম্মদপুর, ভোগনগর, মোহনপুর, ও মরিচা ইউনিয়নে এই ঘর পুনরায় নির্মাণের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন তিনি।
এসময় আশ্রয়ণ প্রকল্প -২ উপ প্রকল্প পরিচালক মোঃ ইলিয়াস মেহেদী জানান, সারাদেশে ১ হাজার ৪৮টি আশ্রয়ণ প্রকল্পের ঘর পুনরায় নির্মাণ এর মধ্যে বীরগঞ্জ উপজেলায় ৮শত ৯৮টি ঘর পুনরায় নির্মাণ করা হবে।
এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, বীরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফজলে এলাহী, সহকারী কমিশনার ভূমি রাজ কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসা ফজলে ইলাহী জানান, বীরগঞ্জ উপজেলার ৮ শত ৯৮ টি গৃহহীনকে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আশ্রয়ণ প্রকল্প – ২ শীর্ষক একটি প্রকল্পের প্রথম ধাপে উপজেলা প্রশাসনের পাঠানো তালিকার ভিত্তিতে গৃহহীন মানুষ কে এসব ঘর দেওয়া হবে। প্রতিটি ঘর নির্মাণে খরচ হবে ৩ লাখ সাড়ে ৪ হাজার টাকা ।