শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ৭ মামলার ৭ বছরের পালাতক সিরাজুল ইসলাম নামে এক ইসলামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বীরগঞ্জ থানার এসআই মোঃ নাজিম উদ্দীনসহ সঙ্গীয় চৌকশ পুলিশের একটি দল বৃহস্পতিবার (১৮ এপ্রিল-২০২৪) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত পালাতক আসামী উপজেলার ৯ নং সাতোর ইউনিয়নের উত্তর চাউলিয়া গ্রামের আব্দুল করিম এর ছেলে সিরাজুল ইসলাম( ৪০)।
বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, পালাতক সিরাজুল ইসলামের নামে ২০১৭ সাল হতে ঠাকুরগাঁও সদর থানা, পীরগঞ্জ থানা, রানীশংকৈল থানা, বালিয়াডাঙ্গী থানা, দিনাজপুরের বীরগঞ্জ থানা, বিরল থানা ও পঞ্চগড় সদর থানায় প্রতারণা ও মাদকের ৭ জিআর মামলা রয়েছে । সে ২০১৭ সাল হতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলো।
এব্যাপারে বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মঈদুল ইসলাম শুক্রবার দুপুরে ওই আসামীকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।