ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশেষ প্রতিনিধি: মোহাম্মদ সজীব মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২ নং বুধল ইউনিয়ন এর (বিসিক শিল্প নগরীর পশ্চিমে) অন্তর্গত বুধল বাজারটি গ্রামাঞ্চলের মধ্যে অন্যতম বৃহৎ এবং প্রাচীন একটি বাজার।
বাজারটিতে ছোট বড় প্রায় তিনশত এর বেশি ব্যবসা প্রতিষ্টান রয়েছে, বাজারের ভেতরে ইউনিয়ন পরিষদ, একটি হাসপাতাল, একটি উচ্চ বিদ্যালয়,একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারটি কিন্ডারগার্টেন,তিনটি মাদ্রাসা সহ চারটি ব্যাংক (এজেন্ট ব্যাংক) রয়েছে।
এখানে লক্ষ-কোটি টাকার লেনদেন হচ্ছে প্রতিদিন।
এমতাবস্থায় সার্বিক দিক বিবেচনায় বুধল বাজারে একটি ATM বুথ জরুরী প্রয়োজন।
ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের লেনদেন এর সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংক কতৃপক্ষ বুধল বাজারে একটি ATM বুথ এর ব্যবস্থা করে দিবেন বলে এদাবীর স্বপক্ষে-শতভাগ জনতা মৌখিক অভিমত প্রকাশ করেছে। তারা দাবী জানান, অনতি বিলম্বে বাংলাদেশ ব্যাংক সহ ডাচ্ বাংলা ব্যাংক,আল আরাফা ইসলামি ব্যাংক,ব্যাংক এশিয়া,
ব্রাক ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের জন্য হস্তক্ষেপ কামনা করেছে।
বুধল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল রাকিব জানান শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে,সহজ সমাধান জরুরী ভিত্তিতে এটিএম বুথ স্থাপন।