আঃ হামিদ, স্টাফ রিপোর্টার:
উঃ বেদকাশি কয়রা উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য বেদকাশি হাবিবিয়া দাখিল মাদ্রাসায় ২০২৪ইং সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিদায়ী শিক্ষার্থীরা। ৮ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপি বিদায় অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের বারবার বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মাওলানা সাইফুল্লা ইসলাম।
বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য শিক্ষানীয় বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোঃ নিয়ামত উল্লাহ।
আমন্ত্ররিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পদক বীর মুক্তিযোদ্ধা গাজী হুমায়ুন কবির শেখ ওয়াজেদ আলী,ও বারবার নির্বাচিত মেম্বার সরদার আবু হাসান ও অত্র ইউনিয়ন এর মেম্বার মোস্তাফিজুর রহমান সহ অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দু।