রাসেল আহমেদ সাগর
ভোরের আলোয় রঙ্গীন আকাশ
পাখিদের কন্ঠে কিচিরমিচির গান,
চারিদিকে মানুষের কলতান
কোথাও ঝগড়া আবার কোথাও জয়গান।
রং তামাশায় মগ্ন তরুণ তরুণী
বৃদ্ধের করুন আর্তনাদ ,
কেউ অভাবের তারনায় কাঁদে
আবার কেউ নেয় বাহারি খাবারের স্বাদ।
এভাবে চলছে জীবন চলবে
বেলা শেষে একলা একা বাড়ি ফেরা,
মিথ্যা মায়া চল-চাতুরী ভালবাসা
বহুরূপী মানুষে চারিদিক ঘেরা।
ক্লান্ত দেহমন তৃষ্ণায় ভরা বুক
তবুও আশায় একটু যদি মিলে সুখ,
বিধিবাম কপালে ঝড়ে ঘাম
অচেনা লাগে আজ প্রিয় মুখ।
নৌকার পাল তুলে মাঝি
বেয়ে যায় কাঠের বিশাল নাও,
ডুবলে তরী একলা মরি
এর চাইতে বেশি কি আর বলো চাও।