ঢাকা: বেসরকারি খাতে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়।
চুক্তির শর্ত না মানায় লিজ বাতিল করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
চুক্তি বাতিলের তথ্যটি মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেন রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান।
তিনি বলেন, ট্রেনের চুক্তি আজ থেকেই বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত আজই কার্যকর হচ্ছে।
কেন বাতিল করা হলো জানতে চাইলে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
রেলওয়ে সূত্র জানায়, বাতিল হওয়া ২৪টি ট্রেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছিল।
প্রাথমিকভাবে চার বছরের জন্য ২৪টি ট্রেন পরিচালনার চুক্তি হয়।