সিলেট অফিস::
সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি তাহমিন আহমদ।
সোমবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মার্কেট, হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখ ও অভ্যন্তরে সিসি ক্যামেরা সংযোগ, বিকল ক্যামেরা চালুকরণ, ন্যূনতম এক মাসের ক্যামেরা ফুটেজ সংরক্ষণ এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। কোন অপ্রত্যাশিত ঘটনা সংঘটিত হলে তার সিসি ক্যামেরা ফুটেজ না থাকলে সে ব্যাপারে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে না। আসন্ন কোরবানী ঈদ উপলক্ষে প্রতিষ্ঠিত গরু-ছাগলের হাটগুলোতে জোরপূর্বক কোরবানীর পশুবাহী কোন গাড়ি না ঢুকানো এবং হাটের সর্বত্র সিসি ক্যামেলা সংযোগের জন্য ইজারাদারদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া জালনোট ব্যবহার রোধে গরু-ছাগলের হাটগুলোতে জালনোট সনাক্তকারী মেশিন স্থাপনের জন্য বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে ব্যাংক সমূহের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি