ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাংগা উপজেলার আজিমনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রেল রাস্তার পাশে কবরস্থানের মধ্যে ব্যান্ডেজ করা পলিথিন দিয়ে মোড়ানো একটি পুরুষ মানুষের একটি পা দেখার গেল এবং স্থানীয়রা ভাঙ্গা থানার পুলিশ কে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থল যায়।
স্থানের সূত্রে জানা যায়, একটি পা কবরস্থান ভিতরে মাটির ভিতরে গর্তের মধ্যে ছিল। কুকুরের টানিয়া সেই পাটি উপরে উঠিয়ে ফেলেছে।
এবিষয় জানা গেছে, মোঃ লিটন মিয়া – দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার সূর্যনগর বাজারে মোঃ রজ্জব মিয়ার বেকারিতে তিনি কাজ করেন। এবং লিটন মিয়ার ডায়াবেটিস রোগী থাকা প্রথমে এর পায়ের আঙ্গুলে ইনফেকশন হয়।, দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকে এর পা আর ভালো হয়নি। গত ১৮ মার্চ মাদারীপুর জেলার শিবচর থানার পাচ্চর বাজারে রয়েল হাসপাতাল নামক প্রাইভেট ক্লিনিকে এর পা অপারেশন করেছে এবং তার পাটি কেটে ফেলায় হয়েছে।এর পা টি কবরস্থানে কাউকে না জানিয়ে গোপনের মাটিতে নিচে পুঁতিয়ে রাখেন।কুকুরের পা টি গর্ত থেকে তুলে ফেলে। এলাকার মানুষ পা দেখে আতঙ্ক হয়।পরের সত্যতা জানার পরে এলাকায় মানুষ শান্ত হয়।
মহেশপুর উপজেলা নবীনগর গ্রামে
মৃত আব্দুল বারেক মিয়া,ছেলে লিটন মিয়া( ৫৫) নামক ডায়াবেটিক হওয়া কারনে পচ্চন ধরলে এর পর পা কেটে ফেলা হয়।