মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে রবিবার(২ ফেব্রুয়ারী) ভোর রাতে জনতার হাতে গরুসহ ১জন গরুচোরকে আটক করেছে গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে গঙ্গারদী মধ্যপাড়া গ্রামের হাবিব মোল্লার একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাবাসী দেখতে পেয়ে ধাওয়া দিয়ে পূর্ব সদরদী নামক স্থান থেকে গরুচোরকে আটক করে এলাকাবাসী।
আটককৃত গরু চোরের নাম নাইমুদ্দিন মল্লিক। সে ঘারুয়া ইউনিয়নের গংগাধরদী মধ্য পাড়া গ্রামের মৃত্য আলকাছ মল্লিকের ছেলে।
স্থানীয় লোকজন গরু সহ নইমুদ্দীনকে চোরাইকৃত গরুটি ভাংগা থানায় সোপর্দ করেন।
এবিষয় ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান জানান,চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রাম থেকে গরুসহ একজন চোরকে আটক করা হয়েছে। চোরের মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে।