মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের উত্তর কাউলীবেড়া থেকে রহস্যময় ভাবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী অনন্যা (১৫) বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে অন্যন্যা প্রেমিক স্বামীকে নিয়ে এর বাড়িতে রহস্যময় ভাবে ৩তিন মাস পর ফিরে এর নিজ বাড়িতে ফিরে আসে।
গত ২১জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের উত্তর কাউলীবেড়া নিজবাড়ি থেকে নিখোঁজ হয়।পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে এর সন্ধান পায়নি অনন্যার আক্তারে।
মেয়ে নিখোঁজের তিনদিন পর ভাঙ্গা থানায় উপস্থিত হয়ে একটি ডায়েরী করে অনন্যার পিতা তারা মিয়া।
এরপরে অনুসন্ধানের নামে পুলিশ প্রশাসন ,তাতেও খোঁজ মেলেনি অনন্যার।জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় অনন্যাকে নিয়ে খবর প্রকাশ করার পরেও অনন্যার সন্ধান পাওয়া যায়নি।
হঠাৎ করে একটি ফেক আইডি থেকে ফেসবুক কে ভারতীয় একটি ভিডিও ভাইরাল হয় এবং তখন এর পরিবার দাবি করে ভিডিও দেখে এই মেয়েটি অন্যান্য। পরে ফ্যাক্ট আইডি চেক করে জানাযায় ভিডিওটি ভারতের একটি মেয়ে।
হঠাৎ করেই আজ বৃহস্পতিবার এক যুবককে নিয়ে হাজির হয় নিজ বাড়িতে। অনন্যার সাথে কথা বলে জানা যায়, এক বছর যাবত এর ছেলে সাথে রং নাম্বারে প্রেম করার পরে প্রেমিক ওই যুবকের কাছে পালিয়ে যায়। প্রেমিক অটোচালক প্রেমিকের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শহিদুল খানের বড় ছেলে জুয়েল খান।
বাড়ি ফিরে আসার অনন্যার কে ও এর স্বামীকে এক নজর দেখার জন্য নারী-পুরুষ সহ এলাকার লোকজন এদের কে দেখতে আসে