মোঃ রিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর ঢাকা ভাঙ্গা মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ফেনসিডিল বোতল সহ এক নারী ও এক যুবক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।বুধবার (৯ অক্টোবর )দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা থানাধীন মহাসড়ক হাইওয়ে এক্সপ্রেসে বগাইল টোল প্লাজার নামকস্থানে গোপন সংবাদে ভিত্তিতে ঢাকামুখী একটি পরিবহন গাড়ি মধ্যে তল্লাশি চালিয়ে দুই যাত্রী নিকট থেকে ৬০ পিস অবৈধ ফেনসিডিল বোতল সহ পাচার হওয়ার সময় উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন- থানার খোলাসপুর গ্রামের শাহজাহান মন্ডলের মেয়ে মাহফুজা আক্তার (২৫) একই গ্রামের মোঃ মহাসিন আলমের ছেলে মোঃ তামিম আলম(২৮)নামে মাদক ব্যবসায়ী।
ভাঙ্গা থানার এস,আই মামুন ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী রযে়ল পরিবহনে গাড়ি তল্লাশি চালিযে় দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। এসময় এক মহিলা নিকট থেকে ৫০ বোতল ও এক যুবকের কাছ থেকে ১০ বোতল মোট ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করি।এবং জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ঝিনাইদাহ থেকে তারা ফেনসিডিল গুলো ঢাকায় উদ্দেশ্য নিযে় যাচ্ছে। এ ব্যাপারে তাদের ২জনের বিরুদ্ধে ঘটনায় ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে,বুধবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।