ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভাংগা উপজেলা কৃষক দলের সভাপতি সাঈদ মুন্সি ও ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সি।
সংবাদ সম্মেলনে তারা, অভিযোগ করে বলেন খন্দকার সেলিমের লোকজন তাদের বিরুদ্ধে ছবি এডিটিং করে নানারকম অপপ্রচার চালাচ্ছে।
এ সময় সাঈদ মুন্সী বলেন, আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার কোনদিন জাতীয়তাবাদী দলের বাইরে কখনো যাইনি। কিন্তু একটি কুচক্রী মহল আমার একটি ছবি নিক্সন খালাসির সাথে এডিটিং করে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, যেই ছবিটি এডিটিং করে ছাড়া হয়েছে সেই ছবিটি ২০২১ সালে আমার নিজ এলাকার একটি রাস্তা উদ্বোধনের সময় আলগী ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান কাউছার ভূঁইয়ার সাথে তোলা। সেখানে নিক্সন খালাসি ছিলেন না।
এসময় তিনি তার রাজনৈতিক পরিচয় তুলে ধরে বলেন, ১৯৯২ সালে ছাত্রদলের সদস্য হয়েছিলাম, ১৯৯৫ সালে ভাংগা কেএম কলেজের ছাত্র সংসদের নির্বাচনে জিএস পদে ছাত্রদলের মনোনীত প্রার্থী ছিলাম, বর্তমানে ভাংগা উপজেলা কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি৷
এসময় তিনি আরো বলেন, যতদিন বেঁচে আছি জাতীয়তাবাদী দলের সঙ্গেই রাজনীতি করে যাবো।
এসময় পৌর বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য একদল কুচক্রী মহল নিক্সন খালাসির সাথে আমার ছবি এডিট করে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি, কৃষকদল, যুবদল এর অন্যান্য নেতৃবৃন্দ।