মোঃ সুমন মোল্লা ভাংগা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় ব্যাংক কর্মকর্তার বাড়ির দড়জা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. মান্নান শেখ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের রাজা মাতুব্বরের ছেলে মো. শামীম হোসেনের বাড়িতে ২০ জানুয়ারি দিবাগত রাত ২ টার দিকে তার বাসার দড়জা ভেঙ্গে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় ২ ভড়ি স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এই বিষয়ে মো. শামীম হোসেন জানান, রাত ২ টার দিকে আমাদের বাসায় একদল ডাকাত এসে দড়জা ভেঙ্গে রুমের মধ্যে ঢুকে। আমাদের জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে চলে যায়। আমাদের প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল ডাকাত নিয়ে গেছে।