ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ভাঙ্গায় ভ্যানের নিচে চাপা পড়ে জামির ফকির (৪৫) নামক এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামের তিনি বাসিন্দা।শুক্রবার ৪ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে এর মৃত্যু হয়।
নাছিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মুন্সী মনিরুজ্জামান বলেন, কাঁচামাল ব্যবসায়ী জামির ফকির শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে কাঁচামাল বোঝাই করে ভ্যান চালিয়ে ভাঙ্গা উপজেলা শহরের বাজারে দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা – ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদি ফ্লাইওভারের নিচে পৌছালে ভ্যানের চাকা ফেটে যায়। এ সময় কাঁচামাল সহ ভ্যানের থাকা এর নিচে চাপা পড়ে তিনি আহত হন। আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়।