নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া জালিয়া পালং ইউনিয়ন ইনানী রেঞ্জের আওতাধীন চোয়ানখালী বিটের বন ভিবাগের জায়গা একের পর এক বিক্রি করে খাচ্ছে, চোয়ানখালী ৮নংওয়ার্ডের বাসিন্দা মৃত্যু নুর আহমেদের ছেলে ভুমি দস্যু রফিক উল্লাহ, বিট কর্মকর্তা ও সি পি জি বাধা দিতে গেলে তাদেরকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে ভুমি দস্যু রফিক উল্লাহ, স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গরা বলেন ভূমিদস্যু রফিকুল্লাহর একটা বিশাল সিন্নিকেট রয়েছে পাহাড়ের গাছ কাটা মাটি কাটা গরীব দুঃখী অসহায় মানুষের জমি খেড়ে নেওয়া গরিব অসহায় মানুষকে নির্যাতন করা সহ ইত্যাদ চালিয়ে যাচ্ছে,ভূমিদস্যু রফিক উল্লাহ ৮ নংওয়ার্ডের বাসিন্দা হয়ে ৭নংওয়ার্ডের বন ভিবাগের জায়গা জোরপূর্বক দখল ও বিক্রি করে খাচ্ছে এপর্যন্ত, দুই তিন দিন আগে অসহায় ইউনুস (প্রকাশ) বাবুল,রফিক উল্লাহর সাথে বন ভিবাগের জায়গা নিয়ে কথা কাটাকাটি হলে বাবুলকে প্রকাশ্যে মেরে পেলার হুমকি দেয় ভূমিদস্যু রফিক উল্লাহ ও তার সিন্ডিকেট, এলাকার সচেতন মহলের দাবি ভূমি দস্য রফিকুল্লাহ ও তার সিন্ডিকেট কে আইনের আইনের আওতায় নিয়ে দুর্নীতি বন্ধ করে দেওয়া হোক