নিউজ ডেস্ক>> বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের সাবেক সিলেট মহানগর সদস্য সচীব আজিজুল হোসেন এর নেতৃত্বে সিলেট ল- কলেজ ইউনিট। সেই আনন্দের পাশাপাশি মঙ্গলবার (৩ ডিসেম্বর ) আজিজুল হোসেন আজিজ এর জন্মদিন উপলক্ষে রাত ৮.০০ ঘটিকার দিকে সিলেট নগরীর আবুলমাল ক্রীড়া কমপ্লেক্সের ভিতরে উন্মুক্ত স্থানে ইউনিট কর্মীরা ভুঁড়িবুঝের আয়োজন করেন। সেই ভূরিভোজে বিপুল সংখ্যক দলীয় ইউনিটের নেতাকর্মী উপস্থিত থেকে ফুলেল শুভেচছা জানান। তারা দুটি আনন্দকে একসাথে উদযাপন করেন। পরে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী আজিজুল হোসেন আজিজ এর জন্মদিনের কেক কেটে অভিনন্দন জানান। এ সময় দলীয় ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।