নিজস্ব প্রতিনিধি: নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ বাবুল মিয়ার বিরুদ্ধে ভূমি অফিসের বিভিন্ন কাজ করে দিবে বলে লোকজনের নিকট হতে হাজার হাজার টাকা নিয়ে কাজ না করে তালবাহানা করে সময়ক্ষেপন করছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
অভিয়োগে প্রকাশ নেত্রকোণা আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ বাবুল মিয়া ভূমি অফিসের বিভিন্ন কাজ করে দিবে বলে লোকজনের নিকট হতে হাজার হাজার টাকা নিয়ে কাজ না করে তালবাহানা করে সময়ক্ষেপন করছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। সরজমিনে গিয়ে এলাকার ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়। জমির খারিজ, খাজান, বিআরএস ও জমির খাজনা ভাউচার দেওয়ার কথা বলে লুনেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। লুনেশ্বর গ্রামের খালেক মিয়ার থেকে ৩ হাজার, কাচুটিয়া গ্রামের হুমায়ুন কবীর ৪ হাজার, আলতাব মাস্টার ২ হাজার, সুজন মিয়ার কাছ থেকে ৫হাজার, কাউপুর গ্রামের লিটন মিয়ার কাছ থেকে ৪ হাজার খিলা গ্রামের সবুজ মিয়া ৩ হাজার, বিধুবা নারী শিউলির কাছ থেকে খারিজের কথা বলে ৭ হাজার টাকা নিয়েছে। এইভাবে ইউনিয়নের ১০—১২টি গ্রামের শতাধিক লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা জানায় অফিসে ও এলাকায় বাবুল মিয়ার বিরুদ্ধে একের পর এক সালিশ হচ্ছে। কাউকে টাকা ফিরিয়ে দিচ্ছে না। তার প্রতারণার কারণে কয়েক বার অফিস সহায়ক বাবুল এলাকার মানুষের পিটুনিতে আহত হয়েছে। একের পর এক কুকর্ম করেই চলছে। নায়েবের কথা বলে একের পর এক টাকা আত্মসাৎ করছে। প্রতিদিন পাওনাদাররা অফিসে এসে ভিড় জমাচ্ছে। আরো জানা যায় পাওনাদাররা অফিসে গেলে তাদের সাথে অসদাচরন করে ও বিগত আওয়ামী সরকারের মদদপুষ্ট এবং আওয়ামী পাওয়ারে সকলের সাথে দুর্ব্যবহার করত। প্রতারণার বিষয় মোবাইল ফোনে জানতে চাইলে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে লুণেশ্বর ভূমি অফিসের নায়েব মোঃ তানভীর আহমেদ এর সাথে এই প্রতনিধির সাক্ষাতকালে তিনি জানায় আসলে মোঃ বাবুল মিয়ার বিষয়টি আমি, সঠিক জানিনা আমি মাত্র দেড় বছর হলো এসেছি তবে শুনেছি এবং আমি তাকে বুঝিয়েওছি তারপরও দেখিছি কি করা যায়, তবে তার ছোট ছোট দুটি বাচ্চা আছে এমন কিছু করবেন না যেন তার চাকুরীতে ক্ষতি হয়। আমি তাকে আর একবার বুঝিয়ে দেখি নয়ত আমি বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানাবেন বলে জানায়।