নিজস্ব প্রতিবেদক:
সোমবার ১২ ফেব্রুয়ারী ভৈরবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল, মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৪ইং।
১৪ টি স্কুলের ছাত্র ছাত্রী ও বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা বৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা। এর মধ্যে উল্লেখযোগ্য – ক্রীড়া, সাংস্কৃতিক,দৌড়,কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন এলাকার প্রবীন মুরব্বি সমশের খান -প্রধান উপদেষ্টা অত্র বিদ্যালয়। বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শেখ শাহ্ জামাল আহমদ, ছড়াকার -বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। কবি তাঁর স্বরচিত “নিজের পড়া” ছড়াটি আবৃত্তি করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। ৫নং কালাপুর ইউনিয়ন এর ১৪ টি স্কুলের প্রায় ২৫০ এর উপরে বালক বালিকা উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। ১৪ জন প্রধান শিক্ষক সহ অনেক সহকারী শিক্ষক শিক্ষিকার এক মিলন মেলায় পরিনত হয় বিদ্যালয়টি। প্রতিটি বিষয়ে (১ম,২য়,তয়) তিনটি করে মোট -১৫০ টি পুরস্কার সহ সান্ত্বনা পুরস্কার ও তুলে দেয়া হয় প্রতিযোগীদের মধ্যে।জনাব মোঃ সমশের খান সমাপনী বক্তব্য দিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।