ভোলা প্রতিবেদক:
স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে সারাদেশেের মত ভোলায়ও আনন্দের উৎসব পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সকল শ্রেণীর পেশাজীবি মানুষ ও তরুণ যুব সমাজ। অদ্য ৫ আগস্ট (সোমবার) সকাল ১১টার পর থেকেই বিভিন্ন টেলিভিশন গুলোতে খবর দেখে সাধারণ পেশাজীবির মানুষ এই উৎসব মিছিলে সামিল হতে যে ভাবে শহরে অবস্থা নিয়েছে।
ভোলা শহর জুড়ে লক্ষ লক্ষ মজলুম জনতার উল্লাসে কানায় কানায় রাজপথ ভোড়ে উঠে এবং সাধারণ মানুষ স্লোগান দিয়ে বলেন, খুনি সরকার শেখ হাসিনার পদত্যাগে শাস্তির নিশাস নিয়েছে হাজার মানুষ। এই আনন্দে ভোলায় বিএনপি মিষ্টি বিতরণ করেছে সেই সঙ্গে সাংবাদিকরাও প্রেস ক্লাবে মিষ্টি মুখ করেন।
শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রলীগ, আওয়ামীলীগের ১৪ দলের নেতাকর্মী সব পলাতক রয়েছে।