মোঃ হোসেন, ভোলা সদর প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার তেতুলীয়া নদীতে ইলিশ মাছ শিকারের অপরাধে ৭ জেলেকে ১২ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হাসান। এদের মধ্যে ১ জন শ্রীপুরের এবং বাকীরা ভোলা সদরের উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা। এদের কাছ থেকে আটক করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিকদের তিনি আরও বলেন, ইলিশের অভয়াশ্রমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। তবে ৭ জন জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে গিয়েছে তবে জেলেরা যাতে ইলিশ ধরতে না পারেন, সে জন্য ভ্রম্যমান আদালত নিয়ে মৎস্য বিভাগ অভিযানে নামে।
এ সময় ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের তেতুলীয়া নদী থেকে দুপুরে জাল ও মাছ’সহ ৭ জেলেকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেওয়া হয়। অভয়াশ্রম বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
ইলিশ ধরার এ নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।