স্টাফ রিপোর্টার: নেত্রকোণা জেলার মদনে উপজেলার সুধী সমাজের সাথে মতবিনিময় করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। মঙ্গলবার (৯ জুলাই) উপজেলা পাবলিক হল রুমে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইফতেখারুল আলম খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, ছাত্রলীগ সভাপতি ইমন ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক নিশাদ প্রমূখ। মতবিনিময় শেষে এমপি সাজ্জাদুল হাসান বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার বনজ, ফলজ গাছের চারা বিতরণ করেন।