রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি মৌসুমী সরকার।
১৩ই এপ্রিল শনিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রস্তুতি সভার মধ্য দিয়ে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
এই সময় মৌসুমী সরকার বলেন, আমি বিগত দিনে করোনা কালীন সময়ে শ্রীপুর উপজেলায় বিভিন্ন অঞ্চলে আমি আমার মহিলা কর্মীদেরকে সাথে নিয়ে হতদরিদ্র অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতা করেছি। সুখ দুঃখে সব সময় তাদের পাশে দাঁড়িয়েছি। আর সেই কারণে এলাকার জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে চাইছে। আমি যদি নির্বাচিত হতে পারি অসহায় হতদরিদ্রদের জন্য কাজ করে যাব।