* মা তোমি কি জিনিষ বিশাল এ ভুবনে যখন দেখি তোমার মুখ দুঃখ থাকে না মনে
শেখ আমিনুল ইসলাম মানিক ।
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় আজ 23/9/ 2024/ইং তারিখে রাত্রে অনুমানিক দশটার দিকে
বাহুবল উপজেলা কদ্দুসের বাড়ি নামক স্থানে( কবর স্থানে) উপরে বস্তা বন্দী অবস্থায় এই নবজাতক সৃষ্টিকে রেখে চলে গেল কে বা কাহারা,পড়ে আশেপাশের লোকজন নবজাতক শিশুর কান্না শুনে এগিয়ে আসেন কি আর বলব বলার ভাষা হারিয়ে ফেলেছি চোখের জল চলে আসলো বস্তায় মোড়ানো অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে বাহুবল সদর হাসপাতালে নিয়ে আসিলে দেখা যায় নবজাতক শিশুর মাথায় প্রচন্ড আঘাত আছে বর্তমানে নবজাতক শিশু বাহুবল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে