মাগুরা প্রতিনিধি,ফিরোজ আহমেদ:
মাগুরা কোর্ট এ” নিতাই রায় চৌধুরী ২০২৩ সালের অক্টোবর মাসের পর, মাগুরা জেলার শ্রীপুর উপজেলা তে নির্বাচন এর সময় “বোমা হামলা ” মামলায় BNP দলের ১৪৭ জনের নামে মামলা হয়,ঢাকা হাইকোর্ট থেকে ১২ জন আগাম জামিন পেলেও মাগুরা কোর্ট জামিন দেয়নি। তাই উক্ত মামলার রায়ের জন্য নিতাই রায় চৌধুরী মাগুরা কোর্ট এ আসেন। ৩১/০৩/২৪ ইং বৃহস্পতিবার।