স্টাফ রিপোর্টার:
নেত্রকোণা দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের দায়ে ছয় তরুণকে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচশত টাকা জরিমানা এবং ছয় মাস করে কারাদন্ড দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান।
১৭ মার্চ রোববার সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। গত শনিবার দুর্গাপুর পৌর শহরের চরমোক্তারপাড়া এলাকায় মাদক সেবনকালে আটক করা হয়।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, পৌরশহরের চরমোক্তাপাড়া এলাকার ইমরান ইসলাম ইমন (২০), মধ্যে বাজার এলাকার মোবারক হোসেন (২০), উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের আরমান আহমেদ (২০), গারাউন্ধ গ্রামের মতিউর রহমান (১৯), মেলাডহর গ্রামের লুৎফর রহমান (২২), মেলাডহর গ্রামের মোঃ রুয়েল (২০)।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানায় ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলে পৌরশহরের চরমোক্তারপাড়া এলাকায় মাদক সেবন করে ভাংচুর ও শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার কারণে ছয় জনকে ছয় মাসের কারাদন্ড ও প্রত্যেককে পাঁচশত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।