ইমরান সরকারঃ- গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলায় রেজিয়া বেওয়া (৫৫) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ছেলে আনিছুর রহমানের সঙ্গে অভিমান করে তিনি এ পথ বেঁছে নিয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ।
শুক্রবার (২৪ মে) সকালের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের চকশালাইপুর গ্রাম থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রেজিয়া বেওয়া চকশালাইপুর গ্রামের মৃত বাচ্চা মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, রেজিয়া বেওয়ার ছেলে আনিছুর রহমানের স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝামেলা চলছিল। এরই জেরে আনিছুরের স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে। এ নিয়ে আনিছুর রহমান প্রায়ই তার মায়ের সঙ্গে ঝগড়া করতেন। এমন ঝগড়া সহ্য না করতে পেরে রেজিয়া বেওয়া একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় ছেলের সঙ্গে অভিমান করে সম্প্রতি রেজিয়া বেওয়া তার মেয়ের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার রেজিয়া বেওয়া নিজ বাড়িতে ফিরেন। এরপর নিখোঁজ হলে তাকে খোঁজাখুজিঁ করেন স্বজনরা। কোথাও না পেয়ে শুক্রবার সকালের দিকে বাড়ির পাশে সৈয়দ আলীর একটি খড়ের ঘরে রেজিয়া বেওয়ার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ বলেন, রেজিয়া বেওয়ার মৃত্যুর ঘটনায় সরেজমিনে গিয়েছিলাম। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি আমার জানা নেই। পরে থানা পুলিশে খবর দেওয়া হয়।
সাদুল্যাপুর থানার পুলিশ,পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, রেজিয়া বেওয়া নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শুক্রবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।