দেবাশীষ মজুমদার স্টাফ রিপোর্টার : আগারগাঁও মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মোঃ সাহিদের নির্দেশে থানা ও ওয়ার্ড ইউনিট নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন এবং হাজী মো: সাহিদ বলেন প্রধানমন্ত্রীর সকল সফল কাজে তিনি সফল।
তার জন্য সবসময় মাঠে ছিলাম এবং সামনে জাতীয় নির্বাচনে ও মাঠে আছি।
মতিঝিল-আগারগাঁও অংশের মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অনুভূতি জানিয়ে বলেন, ‘আজ ঢাকাবাসীর জন্য এক ঐতিহাসিক। ঢাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। এর মাধ্যমে ঢাকাবাসীর সময় সাশ্রয় হবে।’ মেট্রোরেলে ওঠার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এই মেট্রোরেলের কাজে নিয়োজিত ছিল আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। করোনার সময়েও তারা এই কাজ করে দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা।