আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে ।
মানব সেবায় সাড়াজাগানো সংগঠন
হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর দায়িত্বশীল সভা একজন মেধাবী শিক্ষার্থীর লেখা-পড়া বাবদ এক বছরের অর্থ হস্তান্তরের মাধ্যমে ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধা ৬.৩০ মিনিটের সময় নগরীর জিন্দাবাজারস্থ স্পাইসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর সভাপতি বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শাহীদুর রহমান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক এম রুহেল লস্করের সঞ্চালনায় কয়েকটি বিষয়ে নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
উক্ত সভায় সংগঠনের উদ্যোগে সংগঠনের প্রথম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার যাবতীয় ব্যয়বার গ্রহণ করা হয়েছিলো সেই শিক্ষার্থির আগামী এক বৎসরের অর্থ হস্তান্তর করা হয়। আর্থ মানবিক কর্মসূচির আলোকে মানিকপুর ইউনিয়নের সুনারচক গ্রামের একজন ক্যান্সার রুগীর দিনমজুর (পুরুষ) ও কসকনক পুর ইউনেয়নের নিয়াগুল গ্রামের একজন দরিদ্র মহিলাকে চিকিৎসাবাবদ অর্থিক সহযোগিতা প্রদান করা হয়।উল্লেখ্য, হৃদয়ে জকিগঞ্জ সিলেট এই আর্থ মানবিক প্রতিষ্ঠানটি গত করোণা বন্যা ও যে কোন দুর্যোগে জকিগঞ্জের মানুষের পাশে ছিল, তারই ধারাবাহিকতায় আজ একজন ক্যান্সার রোগী,একজন হতদরিদ্র মহিলাকে চিকিৎসা বাবদ কিছু অর্থ ও মেধাবী শিক্ষার্থীর এক বছরের অর্থ হস্তান্তর হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর মানবিক কাজের ধারাবাহিকতার একটি অংশ।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুজিবুর রহমান, যুগ্ন সম্পাদক আহমেদ সাঈদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ সাব্বির,প্রচার সম্পাদক খালেদ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মনির হুসেন বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক গুলজার আহমদ, সদস্য রুমন আহমদ, প্রমুখ।