মহসিন আলম মুহিন
মোমের মতো পুড়ে পুড়ে জ্বলে গলে শেষ,
এটাই কি প্রেম? জ্বালা জ্বালা নাই শান্তির লেশ।।
দক্ষিণা পবন? কোথায় ফাগুন? কোকিল ডালে কই,
আনন কোথায়? কানন ফাঁকা! নাই কোথাও সই।।
স্বপ্ন ভরা নয়ণ দুটি ঢাকলো মেঘে যেন,
কালো মেঘে নিভলো আলো, জ্যোতিরা নেই কোনো।।
কত আশা ভালোবাসা হারিয়ে গেছে সব,
আনন্দ শেষ! হেথায় এখন দুঃখের কলরব।।
নিজে পুড়ে অন্যের ঘরে আলো জ্বালায় সদা,
মোমের মতো পুড়ে পুড়ে জমে হৃদয়ের শোকগাঁথা ।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
মোবাইল নং ০১৭১৬৯১৩৯৩৯