যশোর প্রতিবেদক:
**ঘটনার বিবরণে জানা যায়: মেহেদির বাবা ‘মুমিনুর রহমান’ পেশায় ইটভাটার শ্রমিক, বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের বাসিন্দা। তিনি ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য মেহেদীকে ভর্তি করান এ স্কুলের। অভাবের সংসার, এরই মধ্য স্কুল শিক্ষকরা মেহেদিকে স্কুল ড্রেস তৈরী করার জন্য সারাদিনের সময় বেঁধে দেয় এর মধ্যে অনেক কষ্টে স্কুল ড্রেস হিসেবে ছেলেকে শার্ট বানায়ে দেন, সারাদিন মধ্যে মধ্যে দু’দিনের মাথায় সোমবার সকলে মেহেদী স্কুল ড্রেস হিসাবে শুধু শার্ট পরে স্কুলে যাওয়ার কারণে শিক্ষক শহিদুল ইসলাম তার উপর চড়াও হয়ে ক্লাস রুম থেকে ডেকে নিয়ে স্কুল ল্যাপ রুমে নিয়ে তার উপর অমানবিক নি*র্যাতন চালায়। শহিদুল কে এ মা*রধর কেন তা জিজ্ঞাসা করলে সে বলেন – মেহেদী হাসানের মঙ্গলের জন্য করেছেন
*প্রশ্ন থাকে যে, এভাবে মে*রে কেউ মঙ্গল কামনা করে নাকি তার জীবনকে পঙ্গু করার জন্য করা হয়েছে !
মানসিক বিভাগের ছাত্রকে অমানবিক নি*র্যাতন করা হয়েছে, এ শিক্ষকদের কাছ থেকে ছাত্র/ছাত্রীরা মানসিক বিভাগে ভর্তি হয়ে কি মানবিকতা শিখাবে?
তারা নিজেরাই তো হিংস্র প্রকৃতির তারা জাতিকে সকলের মঙ্গল কি দিবে ?