মোঃ হোসেন, সদর প্রতিনিধি ভোলা
যান্ত্রিক শহর ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে বসবাস করেন ভোলার লক্ষাধিক মানুষ। আর যানবাহনের বিকট শব্দ, কালো ধোঁয়া ও যানজটের যান্ত্রিক নগর ছেড়ে নারীর টানে ঘরে ফিরছেন হাজারও পুরুষ। এখন সব স্রোত যেন ইলিশার লঞ্চ টার্মিনাল সহ ভেদুরিয়া লঞ্চঘাটের টার্মিনালে। লঞ্চঘাটে ছিল মানুষের উপচে পড়া ভীড়। উদ্দেশ্যে একটাই বাবা-মা, স্ত্রী-সন্তান’সহ প্রিয় জনদের সঙ্গে ঈদ আনন্দে অংশ নেয়া।
সরেজমিনে দিয়ে দেখা গেছে, লঞ্চঘাটের ভিতরে ও বাইরে ঈদ যাত্রীদের নজর কারা ভীড়। খোঁজ নিয়ে জানা গেছে, এবার অধিকাংশ ঈদ যাত্রায় তুলনা মূলক ভাবে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক। এখন পর্যন্ত মহাসড়কে তেমন কোথায় ও যানজট না থাকায় যাত্রীরা স্বাভাবিক ভাবে নিজ গন্তব্যে ফিড়ছে। ভোলার রাস্তায় যানজটে পড়ে যেন বিলম্ব না হয়, সেজন্য পুলিশ সুপার মাহিদুজ্জামান গত ৮ এপ্রিল (সোমবার) দুপুর এর সময় ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীদের মাঠে সকল প্রকার কার্যক্রম চলমান রয়েছে।
ইলিশা লঞ্চঘাটে বেস কয়েক জন যাত্রীদের সাথে কথা হলে তারা আনন্দের সাথে বলেন, ঈদ উপলক্ষে বাড়িতে আসা তবে বড় বোনরা আসবে। বন্ধুরা মিলে আড্ডা দেবো। ভাবতেই যেনো এক অন্যরকম ভালো লাগছে। কিন্তু ঈদ কাছে এসে পড়ায় আর মন বসছে না কিছুতেই। তবে সুধু মন যাচ্ছে, বাড়ি যেতে পারলেই বাঁচি। তাই ঈদের শেষ মুহূর্তে বাড়া কিছুটা বেসি হলেও লঞ্চে চলে আসলাম বন্ধুরা মিলে বাড়ি। এখন শুধু ঈদের অপেক্ষা।
এ বার সময় মতোই সব লঞ্চ ছেড়ে আসছে এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয় হয়নি। তবে যাত্রীরা আশা করছে, আজও স্বস্তিতে ঘরে ফিরবেন।