স্টাফ রিপোর্টার
আবু বক্কর সিদ্দিক
ধানের জমিতে চাষ হচ্ছে বিষাক্ত সিগারেট তৈরি তামাক এই তামাক চাষ গত বছর থেকে আরো দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে কৃষকরা বলতেছে এই তামাক চাষে ধান চাষের চেয়ে দ্বিগুণ লাভবান হচ্ছেন কিন্তু এই তামাক চাষে বাড়ছে সিগারেট উৎপাদন এই সিগারেট উৎপাদন বেশী হওয়ায় বাড়ছে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে এই সিগারেট কেবল নিজে জ্বলে না অন্য দের ও জ্বালায় বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে একটি জ্বলন্ত সিগারেট থেকে প্রায় ১২ হাজার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় যার কোনটিই মানব দেহের জন্য উপযুক্ত নয় তামাক পাতায় থাকে নিকোটিন,টার,ক্যাডমিয়াম, জৈব এসিড নাইট্রোজেন জাতীয় পদার্থ ।