মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টারঃ সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার এই প্রতিবাদে সামনে রেখে
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ হিউম্যানরাইটস্ ফাউন্ডেশন রংপুর জেলা কমিটির আয়োজনে উপজেলার বেইলিব্রীজ বাজার শহীদ আবু সাঈদ যাত্রী ছাউনির সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন
রংপুর জেলা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মশিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মন্জুরুল আহসান, সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন – নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি সবার নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকারঁ।