মনিরুজ্জামান, নরসিংদী:লাখো আশেক-ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে হযরত গণি শাহ (রহঃ) এর ৫৬ তম বার্ষিক ভক্ত মহা সম্মেলন ।
শনিবার দুপুর দুইটা দশ মিনিটে দুধ, গোলাপজল ও আতর দিয়ে রওজা শরীফ গোসলের মাধ্যমে তিনদিন ব্যাপী এ ভক্ত সম্মেলনের উদ্বোধন করেন মাজার পরিচালনা কমিটি, খাদেম ও ভক্ত – আশেকানরা।
পরে বিভিন্ন দেশী-বিদেশী ফুল দিয়ে রওজা ও দরবার শরীফ শুশোভিত সাজে সাজানো হয়।
এদিকে আগামীকাল থেকে তিনদিন ব্যাপি বার্ষিক ভক্ত মহা সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও ইতোমধ্যেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার গুরু ভক্ত, আশেকান, জাকেরান মাজারেৎআসতে শুরু করেছেন। সম্মেলনকে ঘিরে মাজার এলাকার আশপাশে বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা।
ভক্ত আশেকান মেলার আশপাশে কাফেলা সাজিয়ে দেশ বরেণ্য বাউল শিল্পীরা জারি, সারি, মুর্শিদী ও পালা গানের আসর সাজিয়ে গাধ পরিবেশন করছেন।
এসময় মাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি ও বিএনপি নেতা আলাউদ্দিন সোহাগ, মোঃ আলকাস মিয়া, সহ গনি শাহ (রহ)মাজার কমিটি পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।তারা বলেন, সমস্ত মাজার এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, মাজার এলাকার প্রত্যেকটি স্পটে রয়েছে সিসি ক্যামেরা, ভক্তদের জন্য রয়েছে তিন বেলা তবারকের ব্যবস্থা।
উরস মোবারক চলাকালীন সময় হাসপাতালে যাতে মেলায় আগত ভক্তরা অসুস্থ হলে চিকিৎসা নিতে পারেন সেজন্য সার্বক্ষণিক মেডিকেল টিম, নামাজের ব্যবস্থা, রওজা জিয়ারত করতে আসা নারী পুরুষের জন্য ভিন্ন ভিন্ন কক্ষ, কন্ট্রোল রুম সহ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালিত হবে বলে আশ্বস্ত করেন তারা।