যে প্রভূ তোমাকে করিলেন সৃজন,
তাহার প্রতি কি জাগ্রত করিয়াছো তোমার মন?
মানিয়াছ কি তাহার আদেশ-উপদেশ?
পালন করেছো কি তাহার নির্দেশ?
পালন করেছো কি তাহার নিষেধ?
মানুষ হয়ে কেন করছো মানুষের প্রতি বিদ্বেষ?
পূরণ করেন যিনি তোমার মনের বাসনা.
করিয়াছো কি তুমি তাহার উপাসনা?
তুমি হও যেই ধর্মের কিংবা বর্ণের.
স্রষ্টা সর্বদা এক এ বিশ্বাস আআছে কি তোমার মনের?
যে স্রষ্টা তোমাকে করেছ সম্মানিত ও মর্যাদাবান.
বিনিময়ে স্রষ্টাকে দিয়েছো কি তার প্রতিদান?
তুমি যাহা ভক্ষণ করো তাহা স্রষ্টার নিয়ামত.
তবে কেন খেয়ানত করো হয়ে স্রষ্টার আমানত?
যেদিকেই দাও তুমি তোমার নয়নের দৃষ্টি.
তাহা সব কিছুই তো স্রষ্টার সৃষ্টি।
তোমাকে রক্ষা করেন যিনি সকল বিপদ-আপদে.
রয়েছো কি তুমি সেই স্রষ্টা পথে?
এ রকম হাজারো প্রশ্ন জাগে তোমাকে ঘিরে.
স্রষ্টার পথে তুমি পুনরায় এসো ফিরে।