খুলনা বিভাগীয় ব্যুরোপ্রধান সংবাদদাতা :
রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রামপাল উপজেলা মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. নূরুল হক লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঐতিহ্যবাহী সংগঠনের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেয়ের আ. খালেক। অন্যানের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আ. রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ নিজাম উদ্দিন, অধ্যক্ষ মোতাহার রহমান, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হামীম নূরী, সাবেক সাধারণ সম্পাদক ও রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, বাঁশতলী ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী, ভোজপাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ নূরুল আমীন, উজলকুড় ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরাফাত হোসেন কচি, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন দুলাল, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টা, বাঁশতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মল্লিক মিজানুর রহমান, যুবলীগ নেতা নুর নবী, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। সভায় রামপালের ১০ ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতা কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।