হৃদয় আহমেদ লিমন
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় হিন্দুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূইয়াগাঁতী আঞ্চলিক শাখার উদ্যোগে ভূইয়াগাঁতী ঘোষপাড়ায়
শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূইয়াগাঁতী আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন জিহাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল মতিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভূইয়াগাঁতী আঞ্চলিক শাখার উপদেষ্টা এস.এম মমতাজ হোসেন মাস্টার, চান্দাইকোনা ইউনিয়ন সভাপতি ডা: জাকারিয়া হোসাইন, ধানগড়া ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আলী, ধানগড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ সেক্রেটারি তারিকুল ইসলাম, ঘোষপাড়া মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি শ্রী রাম ঘোষ, উপদেষ্টা শ্রী ভবেষ সহ স্থানীয় এলাকাবাসী।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা বলেন, ‘হিন্দু-মুসলিম ভাই ভাই একসাথে থাকতে চাই। হিন্দু সম্প্রদায় এ দেশের নাগরিক, তাদের পাশে দাঁড়ানো আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য।’
বক্তারা সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে আরো বলেন, ‘আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।’