দয়াল কৃষ্ণ সানা/সোহেল রানা, প্রতিনিধি খুলনা, পাইকগাছা:
খুলনার কয়রা উপজেলার
উত্তর বেদকাশী ইউনিয়নে কাঠমারচর খেয়াঘাট থেকে রফিকুল শেখের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণে নিম্নমানের ইট দেওয়ায় গ্রামের মানুষের প্রতিবাদে কাজ বন্ধ হয়ে যায়।ইট পরিবর্তন করে রাস্তা হওয়ার কথা থাকলেও মাত্র ২ ভ্যান( পরিমানে ২০০ পিচ)ইট পরিবর্তন করে কাজ শুরু করে। গতকাল মঙ্গলবার গ্রামের মানুষ অনিয়ম দেখে পুনরায় কাজ বন্ধ করে দেয়।
আসলে এদের খুঁটির জোর কোথায়?