মহসিন আলম মুহিন
ধিক্কার জানাই যত আছে লম্পট চরিত্রহীন দুনিয়ায়-
লানত ওদের উপর, বিধাতার গজব পড়ুক
সব সময়।।
শিশু থেকে ষোড়শী কন্যা, মাঝ বয়সীরাও অসহায়-
বৃদ্ধা সহ কাজের বুয়া সকলেই ভয়ে সময় কাটায়।।
বিকৃত যৌনাচারে অভ্যস্ত ওরা! ওদের নাই বাচবিচার!
-এখনই সময় কঠিন শাস্তি দেওয়া হোক, ধ্বংস হোক দুরাচার।।
একাত্তুর নেই, পাকিরা নেই, তবু্ও এ কোন অসভ্য জানোয়ার,
আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের জায়ার সঙ্গে করে অনাচার!
আইনী দীর্ঘ প্রক্রিয়া আজ নিপাত যাক-স্বল্প সময়ে হোক এদের বিচার,
জনসম্মুখে, প্রকাশ্য দিবালোকে, বিষ প্রয়োগ অথবা হোক গুলির অর্ডার।।
আজ ধৈর্য্য-সহ্য হারা, নারী দিবসে, নারীকে হায়েনার কামড় মারা,
গর্জে উঠো বিবেক, গর্জে উঠো শাসক, জনগণ, প্রশাসন, হোক কঠিন শপথ পড়া।।
লাম্পট্যের দিন চিরতরে হোক শেষ এবার, হোক লম্পটের বংশের সাথে বয়কট সবার,
মুক্ত নিঃশ্বাসে, অগাধ বিশ্বাসে চলাচল করুক দেশের নারীরা আবার।।
নারী মাতা, নারী, কন্যা নারী বোন, নারী জায়া, নারীই এই বসুন্ধরা,
কোন লম্পট চোখ তুলে তাকালে চোখ তুলে নিবো মোরা, তুলে নিবো চামড়া।।
যার যার অবস্থান থেকে সকলেই সজাগ রবো, হবো দায়িত্বশীল,
নারীকে নিরাপত্তা দিতে পাস হোক কঠোর আইন-নতুন নতুন বিল।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯