মহসিন আলম মুহিন
হাজার মাসের চেয়ে দামী এক পুণ্যের রাত্রি,
দান করেছেন আল্লাহ মোমিনের বড় প্রাপ্তি।।
এ রাতে নাযিল হয়েছে মহাগ্রন্থ আল-কোরআন,
যা মানুষের জন্য সর্বোত্তম সুন্দর জীবন বিধান।।
এ রাতের প্রতিটি কাজকে ভালো করে দেখতে,
জিব্রাইল ফেরেস্তা’ বাহিনী সহ আসেন দুনিয়াতে।।
শবে কদরকে নিদিষ্ট জানাতে ফেরেস্তা এলেন যে দিন,
আপোষের মাঝে ঝগড়ার জন্য গোপন হলো তা চিরদিন।।
তালাশ করো বান্দা রমজানের শেষ দশকের মাঝে,
ছাব্বিশ রমজান দিন গত রাত সম্ভাবনা কদরের কাজে।।
কোরআান তেলাওয়াত নফল এবাদত করো মুসলমান,
এমন রজনী মোমিনের ভাগ্য খুলে দেবে পাবে পরিত্রাণ।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯