মোঃ আরফাত সানি চকরিয়া প্রতিনিধি:
মঙ্গলবার(৮অক্টোবর)সকাল১১টায় চকরিয়া চক্ষু হাসপাতাল চত্বরে ১০০০ জন চক্ষু রোগীকে ফ্রী চিকিৎসা, ফ্রী রেজিষ্ট্রেশন ও ফ্রী চশমা সেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মোহাম্মদ ফারুক, উদ্বোধন বক্তব্য রাখেন , চকরিয়া চক্ষু হাসপাতাল এম.ডি শফিউল আজম মুসা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, প্রচুয্য এয়ার লাইন্স এর চেয়ারম্যান সানজিদার রহমান ,কামরুল আলম,উপদেষ্টা ছগীর শাহ ওয়াকফ এস্টেট এবং প্রচুয্য এয়ার লাইন্স এর ডাইরেক্টর,গাজী মোহাম্মদ খোকন,দক্ষিণ বাংলা গ্রুপ, আনোয়ার হোসেন লিটন উপদেষ্টা ছগীর শাহ ওয়াকফ এস্টেট,শহিদুল ইসলাম লায়ন্স ইন্টারন্যাশনাল ক্যাবিনেট, হেফাজতুর রহমান টিপু ভারপ্রাপ্ত সেক্রেটারী ছগীর শাহ (রঃ)ওয়াকফ এস্টেট,এসময় আরো উপস্থিত ছিলেন ছগীর শাহ ওয়াকফ কমিটির এস্টেট ইউনিয়ন সভাপতি এম মোবারক আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও চক্ষু রোগী উপস্থিত ছিলেন
এসময় বক্তব্য বলেন আমাদের চোখ একটি জটিল সংবেদনশীল অঙ্গ, এবং আমাদের দৃষ্টি আমাদের কাছে থাকা সবচেয়ে মূল্যবান সম্পদগুলির মধ্যে একটি। চোখের কারণেই আমরা আমাদের চারপাশ দেখতে ও অনুভব করতে পারি। যাইহোক, যেকোনো ধরনের চোখের ব্যাধি বড় অসুবিধার কারণ হতে পারে। এজন্য আমাদের চোখের যত্ন নিতে হবে।
অনেক বিভিন্ন ধরনের আছে চোখের ব্যাধি যা একজনের দৃষ্টিকে প্রভাবিত করতে পারে। তাই চোখের অবস্থা প্রাথমিকভাবে নির্ণয়ের জন্য নিয়মিত চোখ পরীক্ষা করা জরুরি। এটি করতে ব্যর্থ হলে চোখের স্থায়ী অবস্থা বা এমনকি অন্ধত্ব হতে পারে তাই আমাদের এই বিষয় চোখের খেয়াল রাখতে হবে।