কাউছার আলম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম,: জানুয়ারি: চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী আজ লোহাগাড়া পদুয়া ইউনিয়নের কিশোর আলো সংগের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরান মাহফিলে যোগদান করেন। মাহফিলটি এলাকার ধর্মপ্রাণ মানুষের জন্য ছিল এক অনন্য আয়োজন, যেখানে ধর্মীয় জ্ঞানার্জন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার বার্তা প্রদান করা হয়। শাহজাহান চৌধুরী তার বক্তব্যে বলেন, “তাফসিরুল কোরান মাহফিলের মাধ্যমে আমরা আমাদের জীবনের দিকনির্দেশনা পাই। এটি আমাদের নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরো বলেন, “ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় কোরানের শিক্ষার কোনো বিকল্প নেই।” অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়। উল্লেখ্য, মজলুম জননেতা শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর হিসেবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করছেন। তার উপস্থিতি মাহফিলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং এলাকাবাসীর মাঝে ধর্মীয় অনুপ্রেরণা যোগিয়েছে।