কাউছার আলম বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সৌদি রিয়েল বিক্রির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চারজন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের মো. সরওয়ার ফকির (৫৪), মো. সোহেল বেগ (৩০), কামাল শেখ (৩৪), এবং শওকত খান (৬০)। গত ৩০ ডিসেম্বর বিকেলে ভুক্তভোগী সৈয়দ তৌহিদুর রহমানের কাছ থেকে প্রতারকরা পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন। তাদের কৌশলে ভুক্তভোগী একটি লাল ব্যাগে টাকা নিয়ে চট্টগ্রামের লোহাগাড়া বটতলি স্টেশনের পুরাতন মা ও শিশু হাসপাতালের সামনে উপস্থিত হন। টাকা নেওয়ার পর প্রতারকরা সৌদি রিয়েল দেওয়ার কথা বলে সটকে পড়েন। পরে অভিযোগ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে প্রতারকদের শনাক্ত করে। গ্রামবাসীর সহযোগিতায় তাদের আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসি এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে চার লাখ বিয়াল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, প্রতারকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সচেতনতা ও পুলিশের কার্যকর পদক্ষেপ এই প্রতারণা চক্রকে থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।