স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী:
আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা, সাতকানিয়া লোহাগাড়া ১৫নং আসনে, ২বারের সফল সংসদ সদস্য, পুনরায় তৃতীয় বার, মনোনয়ন পাওয়ায়, আজ ২৭/১১/২০২৩, অনুমানিক বিকেল ৩টার সময়ে,সাতকানিয়া রাস্তার মাথার দক্ষিণে অবস্হিত হাইওয়ে রোডে, রোডভিউ নামক রেস্টুরেন্টের সামনে, জননেত্রী শেখ হাসিনা মহিলা উন্নয়ন সংস্থা লোহাগাড়ার,সম্মানিত সভাপতি জনাব শব্বির আহমেদের নেতৃত্বে, আনন্দ উল্লাস ও করতালির মাধ্যমে ফুল দিয়ে ভরণ করে নিলেন, মহিলা উন্নয়ন সংস্থার সকল নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দগন,