হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট কালাই উপজেলার ৪নং উদয়পুর ইউনিয়নের বুহুতি মাদ্রাসায় সম্প্রতি এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলটির আয়োজন ও নেতৃত্বে ছিলেন স্থানীয় সমাজকর্মী শফিকুল কাজী।
পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। আগত অতিথিরা একসাথে ইফতার করেন এবং একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শফিকুল কাজী তার বক্তব্যে রমজান মাসের পবিত্রতা এবং এই ধরনের সামাজিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এই ধরনের অনুষ্ঠান আমাদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।” তিনি আরও বলেন, “এই পবিত্র মাসে আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং সমাজের কল্যাণে কাজ করি।”
মাহফিলটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উপস্থিত সকলে এই আয়োজনের জন্য শফিকুল কাজীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণের আশা প্রকাশ করেন।