স্টাফ রিপোর্টার
গত ১০/০২/২০২৪ তারিখ শনিবার “পদ্মা এস.এস.সি. ৯৪ ক্লাবের আয়োজনে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে সাতগাঁও চরে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা এস.এস.সি. ৯৪ এর ব্যাচের বন্ধুদের নিয়ে আয়োজন করেছিলো চড়ুইভাতির। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২ শতাধিক বন্ধুর সমাগম ঘটে চড়িভাতিস্থলে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটি শুরু করাহয়। তারপর সকল বন্ধুরা যথাযত মর্যাদায় জাতীয় সংগীত গেয়ে দেশ ও জাতীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ৯৪ এর যেসকল বন্ধুরা মৃত্যুবরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে এবং অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। আয়োজক সংগঠনের ক্রিয়েটর মোঃ নুরুল আমিন বুলেট তার স্বাগত বক্তব্যে এস.এস.সি. ৯৪ এর সকল বন্ধুদের ঐক্যবদ্ধ ভাবে সকল বন্ধুদের পাশে থাকার আহ্বান জানান। গ্রুপ এডমিন মাসুদ রানার সঞ্চালনায় গান নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে পদ্মার চর। শরীয়তপুরের ঐতিহ্যবাহি খাবার পরিবেশনের মাধ্যমে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সবার শেষে সকল বন্ধুদের হাতে তুলে দেওয়া হয় গিফ্ট প্যাকেট।