চিত্র শিল্পী মিলন বিশ্বাস:
আমি একজন চিত্রশিল্পী তাই সমাজের জন্য ভালো কিছু করাই আমার উদ্দেশ্য, জীবনের যতটুকু সঞ্চয় মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে জীবন হবে ধন্য। আমি খুলনাতে থাকি তাই খুলনার নামে ২০০৩ সাল থেকে শিশু থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ছবি আঁকা, আবৃত্তি এবং সংগীত এই বিষয়গুলি নিয়ে শিল্পচর্চার সাধনা করার চেষ্টা করছি।আমার স্বপ্নে গড়া প্রতিষ্ঠান খুলনা আর্ট একাডেমিতে যারা প্রশিক্ষণ নিতে আসে তাদের স্কুলে সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে যেমন খুশি তেমন সাজার যে অপশনটি রয়েছে আমরা আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য কস্টিউম ডিজাইন তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এখন পর্যন্ত যতগুলো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে সব সময় প্রথম স্থান ,দ্বিতীয় স্থান এর মধ্যে তার স্বীকৃতি পেয়েছে। এবারে আমাদের ছোট্ট শিশু তীর্থ বাবু ট্রাফিক সিগনাল সেজে প্রথম স্থান অধিকার করেছে তাই আমরা অভিনন্দন জানাই। তার পরিবার ও অত্যন্ত খুশি হয়ে আমাদের প্রতিষ্ঠানের একটা ক্লাসে যারা উপস্থিত ছিলেন সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন। আমরা খুবই আনন্দিত তার পরিবারকে ধন্যবাদ জানাই সন্তানকে সাংস্কৃতিক অঙ্গনে স্পর্শ করার জন্য।
সকল শিশুর মঙ্গল কামনায়
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডেমি
যোগাযোগ-01716570062