দ্বীপক চন্দ্র সরকার: আটপাড়া উপজেলায় শিশুমেলার আয়োজনে গত ২৬ ডিসেম্বর ২০২৩ থেকে আটপাড়া শহীদ মিনার প্রাঙ্গণের মুক্তমঞ্চে প্রতিদিন বিকাল ৩—৫ টা পর্যন্ত বাচ্চাদের নিয়ে আবৃত্তি, গল্পবলা, চিত্রাঙ্কন ও খেলাধুলার কার্যক্রম চলছে।
এই কার্যক্রমের তত্ত্বাবধায়ন ও সহযোগিতায় আছেন আটপাড়া উপজেলার (ইউএনও) লিটুস লরেন্স চিরান ও আটপাড়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম। মুক্তমঞ্চে বসে বাচ্চাদের চিত্রাঙ্কন ও মস্তিষ্ক চর্চার জন্য আটপাড়া উপজেলার (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যান পেন্সিল, রঙ পেন্সিল, কাটার, রাবার, কাগজপত্র ইত্যাদি সরবরাহ করেছেন। ফ্যাসিলেটর আবুল হাসেম খান (শিশু সংগঠক) এর সহায়তায় এই প্রোগ্রামের মাধ্যমে বাচ্চারা প্রতিদিন নীতি—নৈতিকতা জ্ঞানের বিকাশ বৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে। উল্লেখ্য, “আটপাড়া শিশুমেলা” এর আয়োজনে গত ১০ জানুয়ারি ২০২৪ ইং তারিখে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। আগামী ১৭ মার্চ ২০২৪ ইং তারিখে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস সহ বিভিন্ন দিবস উদযাপনের পরিকল্পনা করা হয়েছে।