আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
জামিয়ার শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল করিম হেতিমগঞ্জী হুজুরের নসিহত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হলো “জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মুহাম্মাদিয়া লামারগ্রাম জকিগঞ্জ” এর ১৪৪৫/৪৬ হিজরি শিক্ষা বর্ষের পথযাত্রা।
আজ ২৪ এপ্রিল রোজ বুধবার সকাল ১০:৩০ মিনিটের সময় জামিয়ার মিলনায়তনে নতুন-পুরাতন সকল ছাত্রদের নিয়ে বোখারী শরীফের সবক প্রধানের মধ্য দিয়ে জামিয়ার নতুন শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার মহাপরিচালক হযরত মাওলানা হাফিজ আব্দুল গফ্ফার পীর সাহেব রায়পুরী দা. বা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়ার ফতোয়া বিভাগের প্রধান সিলেট বিভাগের স্বনামধন্য আলেম মুফতি আবুল হাসান সাহেব , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার স্বনামধন্য শিক্ষা সচিব হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব, সহকারী শিক্ষা সচিব মাওলানা আব্দুল কাইয়ুম,শায়খুল হাদিস মাওলানা ফরিদ উদ্দিনসহ সকল শিক্ষকবৃন্দ।
আলহামদুলিল্লাহ
উদ্বোধনী দিনেই ছাত্রদের সাড়াজাগানো উপস্থিতি আশান্বিত করেছে জামিয়ার কর্তৃপক্ষকে।
জকিগঞ্জের ঐতিহ্যবাহী এ মাদ্রাসাটি জকিগঞ্জ -আটগ্রাম রোডের ৪নং খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে অবস্থিত। জকিগঞ্জে ঐতিহবাহী ও সুনামধন্য মাদ্রাসার মধ্যে জামিয়া ইসলামিয়া লামারগ্রাম অন্যতম।
এ মাদ্রাসায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্ররা লেখাপড়া করে আসছে। মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে অতি স্বনামের সহিত পরিচালিত হয়ে আসছে। এখানে নুরানি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত, হিফজ বিভাগ ও বানাত বিভাগ রয়েছে।বিভিন্ন প্রতিযোগিতায় জামিয়ার ছাত্ররা কৃতিত্বের সাক্ষর রেখেছে।